হায়া কার্ডধারীরা ওমরাহ করতে পারবেন
হায়া কার্ড থাকলে যাওয়া যাবে মদিনায়, করা যাবে ওমরাহ হজ। তাও ফ্রি ভিসায়। কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের ফ্যান টিকিটধারী (হায়া কার্ড) মুসলিমদের ওমরাহ পালনের এ সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা বিভাগের…